প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬ আন্তঃজেলা ডাকাত, নওগাঁ ডিবি পুলিশের কাছে হস্তান্তর

মোঃ মিঠু মিয়া : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার চারমাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, আটককৃতরা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, মোবাইল টাওয়ার ও ব্যবসা প্রতিষ্ঠানের লক কাটার সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।আটককৃতরা বিভিন্ন মোবাইল টাওয়ার ও স্বর্ণের দোকানের নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে মূল্যবান মালামাল লুটে নেওয়া আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।আটককৃত ডাকাত সদস্যরা হলো,গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল (৩৪),
চাঁদপুর জেলার সদর উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে রাকিব (৩২),
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নাওপি গ্রামের তৈয়ব আলীর ছেলে সোহাগ (৩০),কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নাওপি গ্রামের সাওজান আলীর ছেলে জহুরুল (৩২),
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নাওপি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ফারুক (২৮),
ভোলা জেলার লালমোহন উপজেলার হালিমনগর এলাকার মৃত হারেস উদ্দিনের ছেলে ইসমাইল (৩৩)

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন