প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মাগুরাতে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

আজিজুল ইসলাম: মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর মধ্য পাড়ায় সাপের কামড়ে রায়হান শেখ (নাম) নামের এক তরুণের মর্মান্তিক মৃ! ত্যু হয়েছে। তিনি ওই এলাকার রাজ্জাক শেখের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে নিজ বাড়িতে হঠাৎ সাপে কামড়ায় রায়হানকে। তাৎক্ষণিকভাবে তাকে গুরুতর অবস্থায় ফরিদপুর হাসপাতালে নেওয়া হলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়হান শেখ ছিলেন অত্যন্ত শান্ত, ভদ্র ও নরম স্বভাবের একজন ছেলে। তার অকাল মৃ! ত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জন্য এলাকাবাসী এবং আত্মীয়স্বজন মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন— “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন— আমিন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন