প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সিংড়ায় মোবাইল চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে মোবাইল চোর চক্রের মূলহোতাসহ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে দুইজন কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।

১৪ অক্টোবর (শনিবার ) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার দ্বয়ের নেতৃত্বে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিক্তিতে ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের খাগরবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল ৪ টি, সিম কার্ড ১ টি ও মোটরসাইকেল সহ তাদের আটক করেছে র‍্যাব।

আটককৃত আসামিরা হলেন,

১। হৃদয় খাঁ (২৪)পিতা মোঃ দেলোয়ার হোসেন (মূলহোতা)
২।মোঃ রানা খাঁ (২২) পিতা মৃত তারা খাঁ ,উভয় সাং খাগরবাড়িয়া , থানা সিংড়া,জেলা নাটোর।

র‍্যাব জানায়, তারা দীর্ঘ দিন যাবত জব্দকৃত আলামত মোবাইল ফোন নাটোর জেলার বিভিন্ন থানা এলাকা হতে সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছে বলে সাক্ষিদের সম্মুখে শিকার করে।

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন