প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফারুক আহমেদ চিকিৎসাা শেষে ডাক্তারের পরামর্শে বাসায়

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক জননেতা ফারুক আহমেদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাা শেষে ডাক্তারের পরামর্শে বাসায় আছেন। আজ সোমবার বিকেলে তার নিজ বাসায় তাকে দেখতে ও খোঁজ খবর নিতে যান উপজেলা বিএনপির চলতি দপ্তরের দায়িত সাবেক ছাত্রনেতা ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু,গুমানিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহাতাব উদ্দিন সওদাগর,গোবিন্দগঞ্জ মহিলা কলেজে অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, সরকারি অধ্যাপক রাশেদ হায়দার আপেল,পৌর বিএনপির সদস্য ও সাদিয়া খাতুন বালিকা বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল হক আকন্দ,ধর্মা বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি ও ইউপি সদস্য মোখলেছুর রহমান,জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রতন চন্দ্র ঘোষ, পৌর যুবদল নেতা নুনু মিয়া, স্বেচ্ছাসেবক দলনেতা মিজানুর রহমান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন