প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

জলঢাকায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন ভবদিশ চন্দ্র

জলঢাকায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন ভবদিশ চন্দ্র।আপনার নাগালেই পরিছন্ন হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.বি.এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় তিনি বলেন, সুস্থ থাকতে হলে পরিষ্কার পরিছন্নতার বিকল্প নাই। এজন্য তিনি উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সবসময় পরিষ্কার পরিছন্ন থাকার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল গফুর তালুকদার, বিআরডিবির কর্মকর্তা সামশুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, আনোয়ারুল কবির রতন, অনির্বান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম ও জানো প্রকল্পের ফিল্ড অফিসার খুরশিদা রহমান প্রমুখ। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কর্মসুচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।##

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন