প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরায় জুলাই সনদ ঘোষণার দাবিতে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

জুলাই সনদ ঘোষণা ও বিচার দাবিতে সাতক্ষীরা মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের শহরের নিউ মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন এনসিপির সাতক্ষীরা আহবায়ক কামরুজ্জামান বুলু, সদস্য সচিব আহসান উল্লাহ্, সদস্য নাজমুল ইসলাম, খাদিজা ইসলাম চায়নাসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের স্বীকৃতি ও হত্যকান্ডের বিচার করতে হবে। যতদ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণার দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে এক মতবিনিময় সভায় মিলিত হন নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন