প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদানে সিন্দুকছড়ি জোন

মোঃ সালাউদ্দিন:-

খাগড়াছড়ি জেলার ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন  দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
‎
‎এরই ধারাবাহিকতায় ১৯ জুন  ২০২৫ ইং, বৃহস্পতিবার সিন্দুকছড়ি জোন সদরে সুবিধা বঞ্চিত,  অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ভেঙ্গে পড়া  গৃহ নির্মাণে অক্ষম ব্যক্তিদের  ঢেউটিন, স্কুলের গরিব ছাত্র-ছাত্রীদের  মাঝে স্কুল ব্যাগ সহ অসুস্থ ও  দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ  প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।
‎
‎এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ফিল্ড রেজিমেন্ট  আর্টিলারি সিন্দুকছড়ি জোনের  জোন কমান্ডার লেঃ কর্নেল  ইসমাইল সামস আজিজি,পি এস সি, জি।
‎
‎এ সময়  জোন  কমান্ডার  উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সকলের  সহযোগীতা কামনা করেন।
‎

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন