প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরার চান্দুড়িয়া’য় কৃষকের শব্জি ক্ষেত থেকে ১৬ কেজি ওজনের গাঁজা গাছ উদ্ধার

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামের এক কৃষকের শব্জি ক্ষেত থেকে ১৬ কেজি ওজনের কয়েকটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) গোপনসূত্রে সংবাদ পেয়ে কলারোয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক কৃষকের পটল আর কাকরোল ক্ষেতে থেকে গোপনে চাষ করা কয়েকটি গাঁজার গাছ উদ্ধার করে।

প্রতিটি গাছের উচ্চতা ছিল ১০ ফুট!
জানা গেছে উক্ত চান্দুড়িয়া গ্ৰামের পেশায় নরসুন্দর অশোক কুমার পরমানিক নিজের উঠানের সামনে শব্জি ক্ষেতে রোপণ করেছিলেন সাতটি গাঁজার গাছ। গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলামের নির্দেশে পুলিশের একটি বিশেষ টিমের অভিযানে উদ্ধার হয় গাছগুলো, আটক হন ওই কৃষক। পুলিশ জানিয়েছে, এসব গাছ থেকে প্রায় ১৬ কেজি গাঁজা উৎপাদন হতো, যার বাজারমূল্য কয়েক লক্ষাধিক টাকা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন