প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর খাগড়া-দূর্গাপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সুন্ন্যাশ মন্দিরের জায়গা জোরপূর্ব দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় শহরের খাগড়া মধ্যে দুর্গাপুর সন্ন্যাস মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়া মধ্যে দুর্গাপুর বাজরে মন্দিরের সামনে এলাকাবাসী ও মন্দির কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মন্দির কমিটির সভাপতি অতুল চন্দ্র সরকার, সাধারন সম্পাদক সুজন কুমার তালুকদার, উজ্জ্বল কুমার সাহা, নিয়তি রানী মন্ডলসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁ কাঁচা বাজারের কথিত সভাপতি ভূমিদস্যু মকসেদ আলী গত ১৫ তারিখ বুধবার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে খাগড়া সন্ন্যাস মন্দিরে আসে। পরে মন্দিরের জায়গা তার নিজের সম্পত্তি বলে দখল করার চেষ্টা করে।

এসময় মন্দির কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে বাকবিতণ্ডা হয়। এরই জেরে গত ১৬ তারিখ সোমবার মন্দির কমিটির সভাপতি শ্রী অতুলচন্দ্র সরকার নওগাঁ পৌর কাঁচাবাজারে গেলে মোকসেদ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত হামলা করে এবং মারধর করে। এসময় তার কাছে থাকা ব্যবসার দুই লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের ঘটনায় প্রশাসনের কাছে মকসেদের বিচারের দাবি জানান বক্তারা।
নওগাঁ #

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন