প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

এলাহী সাহেবের রোগমুক্তি কামনায় দোয়া

রায়পুরায় অলিপুরা ইউনিয়ন ০২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব এলাহি মেম্বার এর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) বাদ আসর উপজেলা অলিপুরা বাজারের আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগের এর উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত প্রার্থনা করেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অলিপুরা বাজারে ইমাম। দোয়া মোনাজাত সকালের মুখে একটি কথা ছিল- হে আল্লাহ মতলব উওরের প্রাণপ্রিয় জননেতা,সৎ সুন্দর ও সাদা মনের মানুষ জনাব এলাহি সাহেবকে দ্রুত সুস্থতা দান কর,আমাদের মাঝে ফিরিয়ে দাও।হে আল্লাহ তুমি তাকে হায়াতে তাঁর তৈয়েবা দান কর,আমিন আমিন কায়মনো কাক্যে দোয়া করতে থাকে।

অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস এম তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন ভূইয়া মাসুদ। আলিপুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল হোসেন পরাগ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন