প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রে’ফ’তা’র করতে গিয়ে ছু’রি’কা’ঘা’তে আ’হ’ত ২ পু’লি’শ সদস্য

মোঃ মিনারুল ইসলাম,বিষেশ প্রতিনিধি: গতকাল (১৫ জুন) সকাল ১১টার দিকে বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় দণ্ডপ্রাপ্ত আসামি মো. মুরাদুন্নবি নিশানকে গ্রেফতারে গেলে ভয়াবহ হামলার শিকার হন পুলিশের দুই সদস্য। জিআর মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেপ্তারে অভিযানে যান উপশহর ফাঁড়ির এটিএসআই মো. জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মো. মানিকুজ্জামান। এ সময় আসামি হঠাৎ ধারালো ছুরি দিয়ে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণ ও অন্যান্য পুলিশ সদস্যদের সহায়তায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে এবং হামলার ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় পুলিশ প্রশাসনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন