প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

❝সাংবাদিক❞

তুমি সত্য তুমি যোদ্ধা

তুমি অকুতোভয় বীর

যত মিথ্যার শৃঙ্খল আছে

ভেঙ্গে কর চৌচির।

তুমি বলাকার মত স্বাধীন

সত্যে অবিচল মিথ্যার বিরুদ্ধে মাইন।

কাগজ তোমার বর্ম কলম তোমার অস্ত্র

লেখ তুমি যত অন্যায় অবিচার।

বাধাকে তুমি অতিক্রম কর

অন্যায়ে হবে ক্ষুরধার।

তুমি দুরন্ত তুমি বারুদ ঠাসা বোমা

সত্যের সাথে গলাগলি মিথ্যার নেই ক্ষমা।

কালি, কলম, কাগজ সাথে

ক্যামেরা চেপে কাঁধে

চলেছে সে সংবাদ খোঁজে,

পৃথিবী থেকে চাঁদে।

তুমি শান্ত তুমি মমতার আধার

তুমি রুদ্রমূর্তি শত্রুদলন বাধার।

অসহায় নিষ্পেষিত মানুষের পাশে,

দাঁড়াও তুমি স্বজন মনে

এগিয়ে যাও বীরদর্পে

বিপদসংকুল ক্ষণে।

তুমি মানবতা তুমি সূর্যরথ বাগ

তুমি রুষ্ট তুমি দৃঢ় কঠোর রাগ।

সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য

তোমার সেটা অজানা

মর্ত পাতাল যেথায় যাও

নেই কো তোমার মানা।

মরণে তুমি শহিদ বাঁচলে হবে গাজী

ভঙ্গুর পথ, শত্রু চারিদিক তবুও যেতে রাজি।

তুমি নির্মম তুমি ভয়হীন অজগর

ঝাঁপিয়ে পড় সংবাদে তুচ্ছ মৃত্যু জ্বর।

দুর্গম পথ, বজ্রপাত, ঝড়-ঝঞ্জা মাড়িয়ে

চলেছ জীবন রেখে বাজি,

বিপদ ভেদিয়া বুক পাতো তুমি

দেশের তরে জীবন দিতেও রাজি।

সত্য মিথ্যা খুঁজে পেতে ছোটে যে দিকবিদিক

সেই হল দেশপ্রেমী সেইতো সাংবাদিক।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন