প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

পলাশবাড়ী শিবিরের উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল

সাংবাদিক মোঃ উজ্জ্বল সরকার,গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ইসলামী ছাত্রশিবিরের পলাশবাড়ী আদর্শ থানা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ জুন ২০২৫) দুপুরে পলাশবাড়ী উপজেলা সদরে আয়োজিত এ মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার অফিস সম্পাদক ইউসুফ আল কারজাভি। তিনি বলেন, “শিবির কেবল একটি ছাত্র সংগঠন নয়, এটি হলো মানুষ গড়ার একটি প্রশিক্ষণকেন্দ্র। শিবির ছাত্রদের শুধুই দিকনির্দেশনা দেয়, উৎসাহ জোগায় এবং নৈতিক ভিত্তি মজবুত করতে সহায়তা করে। সেই পথ অনুসরণ করে বহু শিক্ষার্থীই তাদের জীবনে ভালো ফলাফল অর্জন করে সমাজে অবদান রাখছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী আদর্শ থানা শাখার সভাপতি জুয়েল মাহমুদ রানা। তিনি বলেন, “শিবির একটি আদর্শ ও নীতিনিষ্ঠ ছাত্র সংগঠন। এই সংগঠন শিক্ষার্থীদের শুধু একাডেমিক নয়, নৈতিক ও সামাজিক শিক্ষায়ও এগিয়ে রাখে। অনেক অভিভাবক তাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে শিবিরে সম্পৃক্ত করছেন। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের উন্নয়নে আরও ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোজাহিদসহ থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা পরীক্ষার্থীদের জন্য সফলতা ও আল্লাহর রহমত কামনা করে মুনাজাতে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি ছিল শিক্ষণীয় বাণীতে পরিপূর্ণ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন