প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় হস্তকুটির মেলার আড়ালে কোটি টাকার প্রতারণা, প্রোপাইটার জাহাঙ্গীর লাপাত্তা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলার নামে স্থানীয় জনগণকে প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মেলার প্রোপাইটার জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, তিনি মেলার নামে বিভিন্ন ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ জনগণকে লাভজনক ব্যবসার আশ্বাস দিয়ে অর্থ গ্রহণ করেন। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন।এলাকাবাসীর অভিযোগ, জাহাঙ্গীর হোসেন কৌশলে মেলার আয়োজনের কথা বলে টাকা আদায় করে হঠাৎ মেলা বন্ধ করে দেন এবং স্থান ত্যাগ করেন। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম হতাশায় পড়েছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।ভুক্তভোগী এক দোকানদার বলেন, “আমরা মেলায় দোকান বসানোর জন্য অগ্রিম টাকা দিয়েছি। এখন দোকান নেই, টাকা নেই, আমরা নিঃস্ব হয়ে গেলাম।স্থানীয়রা জানায়, বিষয়টি থানায় অবহিত করা হয়েছে এবং আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন