প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

মহম্মদপুরে গভীর রাতে বাড়িতে আগুন, ক্ষতির পরিমান ১০ লাখ টাকা

আজিজুল ইসলাম: মাগুরার মহম্মদপুরে গভীর রাতে কাঠ ব্যবসায়ীর বাড়িতে ইসলাম মোল্যার বাড়িতে আগুনে পুড়ে সর্বশান্ত হয়েছে। এ ঘটনায় ক্ষতি হয়েছে দশ লাখের উপরে। ইসলাম মোল্যা উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মহেশপুর উত্তরপাড়ার মৃত কালু মোল্যার ছেলে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে পরিবারের সবাই যখন ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চারদিকে আগুন দেখতে পেয়ে সবাইকে নিয়ে দ্রুত ঘরের বাইরে আসে। ইসলাম মোল্যা ও তার পরিবারের সদস্যদের চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেও কাজ হয়নি। এর মধ্যে কাঠ ব্যবসায়ী ইসলাম মোল্যার সব কিছু, বসবাসের ঘর, রান্না ঘর সহ ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে কেউ আগুনের সুত্রপাত সম্পর্কে বিস্তারিত জানাতে পারে নাই। অনেকের ধারনা বৈদ্যুতিক শর্ট-সার্কিট অথবা কেউ শত্রুতা করে আগুন লাগিয়ে দিতে পারে। সরেজমিন, আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে ইসলাম মোল্যা ও তার পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোন আবেদন এখনো পায়নি। যদি আবেদন করে, তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই সহযোগিতা করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন