প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের সম্মানে, যুব বিভাগের উদ্যোগে নৌকা ভ্রমণ

সাঘাট প্রতিনিধি: ০৮/০৬/২০২৫ইং, রোজঃ রবিবার, সময় বিকাল ৩ ঘটিকায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের নিয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ এর উদ্যোগে নৌকা ভ্রমণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাঘাটা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি- আলী আহসান মুহাম্মদ মোজহিদের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সাংস্কৃতিক বিভাগের সভাপতি- মোঃ মির্জা নুরুন্নবী নুর, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শিবিরের সাবেক সেক্রেটারি ও জেলা সাংস্কৃতিক বিভাগের সেক্রেটারি- মাওলানা মোঃ শাফিউল ইসলাম, আরও বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা শিবিরের সাবেক সাহিত্য ও HRD সম্পাদক- মোঃ মজিদুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি- মোঃ সুজন মিয়া. উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাঘাটা ইউনিয়নের সাবেক কয়েকজন সভাপতি ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহ প্রায় অর্ধশত নেতৃবৃন্দ। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন বিগত শাসনামলের সময় বিভিন্ন রাজনৈতিক হয়রানি মূলক মামলা, হামলা, গুম, খুন সহ অনেক নির্যাতন নিপীড়ন চালিয়েছে আমাদের উপরে, তার পরেও আমরা আন্দোলন থেকে পিছপা হইনি, আশা করি আগামী দিনেও আমরা এই আন্দোলন থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আপনারা সাবেক দায়িত্বশীল ভাইয়েরা আমাদের সংগঠনের জন্য অনুপ্রেরণা, শত কষ্টের পরও আপনারা এই আন্দোলন কে টিকিয়ে রাখার জন্য কাজ চালিয়ে গিয়েছেন। আগামীতেও আপনাদের যোগ্য নেতৃত্বে সাঘাটায় আমাদের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আপনারা নিজ নিজ জায়গা থেকে বিগত দিনের মত নেতৃত্ব দিয়ে এই ইউনিয়নকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘাটি হিসেবে জাতির সামনে উপস্থাপন করবেন এই আশা করবো ইনশাআল্লাহ। তিনি সবার সু-স্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে আলোচনা শেষ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন