প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ সংস্কার কাজের ফলক উদ্বোধন

আজহারুল ইসলাম সাদী: সাতক্ষীরায় কেন্দ্রীয় ঈদগাহ সংস্কার কাজের ফলক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ জুন) সকালে সাতক্ষীরা মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র ঐকান্তিক প্রচেষ্টায় ঈদের নামাজের পর সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ সংস্কার কাজের ফলক উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সাতক্ষীরা পৌরসভার বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এ সংস্কারের ব্যয় ধরা হয়েছে ৩৯ লক্ষ ৯৯ হাজার ৯ শ’ ৬৯ টাকা। ফলক এর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামসহ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন