প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

চৌদ্দগ্রাম শহীদ জামশেদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

 মো : লুৎফুর রহমান রাকিব : ২৪’ র জুলাই-আগস্ট বিপ্লবে শাহাদাৎ বরনকারী শহিদ জামশেদুর রহমান মিয়াজীর (জুয়েল) পরিবারকে ঈদ উপহার প্রদান করছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে জামশেদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনায় শহিদ জামসেদের পিতা জালাল আহম্মেদ ও চাচা স্থানীয় বিএনপি নেতা আইউব মিয়াজীর হাতে একটি ছাগল উপহার তুলে দেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম ও ইউনিয়ন সেক্রেটারি সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসাইন শামীম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এমরান হোসাইন ভূইয়া (মাসুদ), সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, ইউনিয়ন যুব বিভাগের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট সাইফ উদ্দিন মজুমদার, ব্যাংকার রিয়াজ মিয়াজী, উপজেলা, সাবেক ছাত্রনেতা ইফতেখারুল ইসলাম মেশকাত, জামায়াত নেতা হাফেজ মর্তুজা মজুমদার, রিয়াজ উদ্দিন প্রমুখ। কুমিল্লা সরকারি কলেজের মেধাবী ছাত্র জামশেদুর রহমান মিয়াজী জুয়েল গত ৫ই আগস্ট আন্দোলন চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন