প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সাঘাটা উন্নয়ন সংস্থা SUS এর সভাপতি নুরুল ইসলাম এবং আব্দুর রউফ এর শুভ জন্মদিন পালন

জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন সাঘাটা উন্নয়ন সংস্থা SUSএর গাইবান্ধা জেলা সভাপতি নুরুল ইসলাম এবং কেন্দ্রীয় প্রধান রক্ত বিষয়ক সম্পাদক আব্দুর রউফ এর ।আগামী দিনে তোমাদের জন্য শুভ কামনা রইল।জন্মদিন মানে জীবনের একটি বিশেষ অধ্যায়। এই দিনটি শুধু একটি নতুন বয়সের সূচনা নয়, বরং নতুন স্বপ্ন, নতুন আশা এবং ভালোবাসার প্রাপ্তির দিন। প্রিয় ভাইদের জন্মদিনে শুভেচ্ছা জানানো মানে তাদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং সম্মানের প্রকাশ। তাই আজ, তোমাদের সবার জন্য হৃদয়ের গভীর থেকে কিছু সুন্দর শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হওয়া।ক্যলেন্ডার টা একবার খুলে দেখ, সারা বছর জুড়ে কত প্রিয়জনদের জন্মদিন। সবাইকে পাঠাতে হবে সুন্দর উপহার, ফুল, আর কেক। আমাদের কাছে জন্মদিনের ফুল, উপহার, আর কেক – সবটাই আছে। আর শুধু তাই নয়, আমাদের কাছে আছে বেশ কিছু দারুন জন্মদিনের শুভেচ্ছা বাংলায়!পরিবার, বন্ধু, আর সকল প্রিয়জনদের জন্মদিনে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলো আমাদের এই শুভ জন্মদিনের বার্তা বাংলায় দিয়ে দিলাম আমরা। শুভ জন্মদিন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন