প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

পলাশবাড়ীর দোকানঘর নামক স্থানে বাস অটো সংঘর্ষ ঘটনাস্থানেই অটোরিকশা চালক সহ তিনজনের মৃত্যু, আহত তিন

 মোঃ সাগর সরকার ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দোকানঘর নামক স্থানে মহাসড়কে উপর বাস চাপায় অটোভ্যান দুমরে মুচড়ে ছেঁচড়ে যায়, এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরো দুইজনসহ মোট তিন জন নিহত হয়। এছাড়াও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তিনজন। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা সংলগ্ন দোকান ঘর নামক এলাকায় যাত্রীবাহী বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ ৩ জন মারা গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন। ৬ জুন শুক্রবার বিকোল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলে সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত(১৮),ওয়াদুদ প্রানের ছেলে ইউনুছ(২০) ও অটো চালক নছুর উদ্দিনের ছেলে গনি মিয়া(৪০)। নিহরা সবাই পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে আসা যমুনা লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলো, পথে বিপরিত দিক থেকে পলাশবাড়ীগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়। এসময় আহত হয় আরও তিনজন কে তাদের উদ্ধার করে পাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে আহত একজন চিকিৎসাধীন রয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন