প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীর দোকানঘর নামক স্থানে বাস অটো সংঘর্ষ ঘটনাস্থানেই অটোরিকশা চালক সহ তিনজনের মৃত্যু, আহত তিন

 মোঃ সাগর সরকার ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দোকানঘর নামক স্থানে মহাসড়কে উপর বাস চাপায় অটোভ্যান দুমরে মুচড়ে ছেঁচড়ে যায়, এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরো দুইজনসহ মোট তিন জন নিহত হয়। এছাড়াও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তিনজন। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা সংলগ্ন দোকান ঘর নামক এলাকায় যাত্রীবাহী বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ ৩ জন মারা গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন। ৬ জুন শুক্রবার বিকোল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলে সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত(১৮),ওয়াদুদ প্রানের ছেলে ইউনুছ(২০) ও অটো চালক নছুর উদ্দিনের ছেলে গনি মিয়া(৪০)। নিহরা সবাই পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে আসা যমুনা লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলো, পথে বিপরিত দিক থেকে পলাশবাড়ীগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়। এসময় আহত হয় আরও তিনজন কে তাদের উদ্ধার করে পাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে আহত একজন চিকিৎসাধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন