নিজস্ব প্রতিবেদন: সকল ধর্ম প্রাণ মুসলমান জাতিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাঘাটা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো:ফাহমিদুল ইসলাম মোল্লা রানা।তিনি তার বার্তায় বলেন ঈদ হল ইসলামের একটি বিশেষ উৎসব, যা সারা বিশ্বে মুসলমানরা বিভিন্নভাবে উদযাপন করে। ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। বছরে দুইটি ঈদ আছে, একটি হচ্ছে ঈদুল ফিতর, আর আরেকটি হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতর হচ্ছে রোজা পালন শেষ করার পরের দিন, যা মুসলমানদের জন্য আনন্দ ও উদযাপনের সময়। আর ঈদুল আজহা কোরবানি উৎসব, যা হজের সাথে সম্পর্কিত। মুসলমানরা এই দিনে পশু কোরবানি দিয়ে আল্লাহর প্রতি তাঁদের আনুগত্য প্রকাশ করে।এই দুইটি দিন শুধু মাত্র উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, এবং সামাজিক সম্প্রীতির বার্তা ও বহন করে।ঈদ এসেছে নতুন আশা ও নতুন আনন্দ নিয়ে। আল্লাহ আমাদের প্রত্যেককে তার রহমত ও মাগফিরাতের ছায়ায় রাখুক। ঈদ মোবারক সবাইকে।সাঘাটা উন্নয়ন সংস্থা SUS পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা সকলের সাথে প্রকাশ করেন তিনি।