প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজের প্রফেসর ক্ষুদিরাম চন্দ্র মন্ডলের প্রয়াণ দিবস

 উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ আজ ২৯ মে নওগাঁ সদর উপজেলার ঐতিহাসিক বলিহারের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ আমার সহোদর বড়ভাই প্রফেসর ক্ষুদিরাম চন্দ্র মন্ডল (বি,কম অনার্স, এম কম (ডবল), এল,এল,বি-বি,এড) এর ৭ম প্রয়াণ দিবস। তিনি ১৯৫৬ সালে নওগাঁ জেলার সদর উপজেলার আলাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা বীরেন্দ্রনাথ মন্ডল এবং মাতা রাজুবালা মন্ডলের জীবিত তিন সন্তানের মধ্যে ১ম সম্তান ছিলেন তিনি। পাশের গ্রাম ফারাদপুর সরকারি প্রাইমারী স্কুলে প্রাথমিক শিক্ষা শুরু করেন। অতঃপর পার্শ্ববর্তী মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাধ্যমিকে ভর্তি হলেও স্কুল পরিবর্তন করে মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৭০ সালে দশম শ্রেণির ছাত্র এবং ১৯৭১ সালে এসএসসি পরীক্ষার্থী থাকা অবস্থায় মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে চলে যান। সেখানে মুক্তিযোদ্ধা হিসাবে প্রশিক্ষন নেন। অতঃপর দেশ স্বাধীন হলে একই স্কুল থেকে ১৯৭২ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ ও মাধ্যমিক স্তর অতিক্রম করেন। পরবর্তীতে বগুড়া জেলার শেরপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অতঃপর রাজশাহী আইন কলেজ থেকে এলএলবি কোর্স সম্পন্ন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকাকালে ৩৪৩, সৈয়দ আমির আলী হলে থাকতেন। ছাত্রজীবনে তিনি বাম ধারার ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। কর্মজীবনে নওগাঁর মান্দা উপজেলার মমিন শাহানা ডিগ্রি কলেজে অধ্যাপনা করেন। একসময় নওগাঁ সদর উপজেলা এর ১০নং বলিহার ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজেও অংশগ্রহণ করেন। তিনি মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজে অধ্যাপনা শেষে ২০১৬ সালে অবসর গ্রহণ করেন। ইতিমধ্যে তিনি ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হন। তিনি ২০১৮ সালের ২৯ মে মৃত্যুবরণ করেন। ক্ষুদিরাম চন্দ্র মন্ডল এর সহোদর মেঝভাই পরেশ চন্দ্র মন্ডল গৃহস্থালি করেন এবং কনিষ্ঠ ভ্রাতা সুবল চন্দ্র মন্ডল নওগাঁ জেলা প্রশাসনে কর্মরত। আজ আমার ভাইয়ের ৭ম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার শান্তির জন্য সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করছি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন