প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মোঃ মিঠু মিয়া: গাইবান্ধা, ৫ জুন ২০২৫ বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় decisive পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাজার ও ভিএইড রোড এলাকায় পরিচালিত অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার বিএ-ক্যাপ্টেন রুবায়ের ইসলাম নিবিড়, ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে। অভিযানে দুটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন জব্দ এবং দুইজনকে আটক করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:আমিন মিয়া (২৫), পিতা: মৃত আব্দুল আজিজ, বাশবাড়ি, সদর, গাইবান্ধা
সোহেল রানা (২৬), পিতা: হালিম বাদশাহ, কালিরবাজার, ফুলছড়ি, গাইবান্ধা।তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কেবল দোকানের কর্মচারী হওয়ায় যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়।অভিযান শেষে গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমদ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি মেহেদী হাসান এবং সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন ধ্বংস করা হয়।জব্দকৃত মালামাল: নিষিদ্ধ পলিথিন: ১৫,০০০ কেজি,মোটরসাইকেল: ২টি।সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশবিধ্বংসী পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা, যা পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগের সফল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন