প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহিন গ্রেফতার

মো: লুৎফুর রহমান রাকিব: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের কুমিল্লা জেলা ও মহানগর নেতাদের সাথে যোগাযোগের মাধ্যমে সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহিনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। রবিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারের কেন্দ্রিয় জামে মসজিদ রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সরকার বিরোধী লেখালেখির অভিযোগও রয়েছে। সে চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌরসভা এলাকার বৈদ্দ্যরখিল গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে । ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, সরকার বিরোধী কর্মকান্ডে কুমিল্লার আ’লীগ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন গ্রেফতারকৃত শাহিন। চৌদ্দগ্রামে যে কোন সময়ে নাশকতা করতে পারে এমন আশংকা থেকে তাকে আটক করে রবিবার রাতেই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন