প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর পত্নীতলায় ৯৯ বোতল ফেন্সিডিল ও ৭৪ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে নওগাঁ সীমান্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গবার (৩ জুন) দুপুরে ১৪ বিজিবি’র প্রেস উইং এর এক বার্তাতে জানায় একই দিন রাত সাড়ে ৩ টায় কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে ধামইরহাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে সাতানা গ্রামস্থ ধান ক্ষেত্রের মধ্যে অভিযান পরিচালনা করে। মালিকবিহীন অবস্থায় ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৪ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেন বিজিবি টহল দল। পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, পুশইন, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন