বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ১২০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) সকালে জামনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী, ইউপি সদস্য শহিদুল ইসলাম, বাচ্চু কুমার দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, জামনগর ইউনিয়নের জন্য বরাদ্দকৃত চাল ১২০০ হতদরিদ্র পরিবারের মাঝে নির্ভুল মাপে এবং সঠিকভাবে বিতরণ করা হচ্ছে। তিনি উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব হচ্ছে। তিনি সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নকে আরও উন্নত করার আশা প্রকাশ করেন ।