প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাদুল্লাপুরে বাস তল্লাশিতে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ মিঠু মিয়া : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের জাতীয় মহাসড়কের ইউ-টার্ন নামক স্থানে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।মঙ্গলবার (৩ জুন) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করে।জানা গেছে, কুড়িগ্রাম থেকে বগুড়াগামী এস.এ. এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই নারীর কাছ থেকে ওড়নায় পেঁচানো অবস্থায় ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়।গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সাদুল্লাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন