প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

টাকা-বরিশাল মহাসড়কে ডাসারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুই পরিবহনের চালকসহ আহত ১০

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর ডাসারের মেলকাই নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সং/ঘর্ষে দুই বাসের চালকসহ ১০ জন আ’হত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই নামক স্থানে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহনের একটি বাস ও বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান পরিবহন বাসের মুখোমুখি সং/ঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।এ ঘটনায় উভয়বাসের চালকসহ কমপক্ষে ১০ জন আ’হত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।সড়ক দুর্ঘ/টনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফরহাদ হোসেন বলেন, ‘দুর্ঘ/টনার খবর পেয়ে আমারা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় অন্তত ১০ জনের মত আহত হয়েছেন। দুর্ঘটনার সময় যান চলাচল বন্ধ থাকলেও এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন