প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

রাজৈরের টেকেরহাটে এস বি এস সি ব্যাংক পিএলসি এর এটিএম বুথের শুভ উদ্বোধন

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এস বি এস সি ব্যাংক পিএলসি-এর টেকেরহাট শাখায় একটি নতুন এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই এটিএম বুথ উদ্বোধনের মাধ্যমে স্থানীয় গ্রাহকরা ২৪ ঘণ্টা নগদ লেনদেনসহ নানা ব্যাংকিং সুবিধা সহজেই উপভোগ করতে পারবেন।গতকাল সোমবার ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস বি এস সি ব্যাংক পিএলসি বরিশাল জোনের জোনাল হেড মো. সাজিদুল আলম। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) মান্নান বেপারী, হেড অফ এফএডিও শফিউল আলম, জিএসডি তানভীর আহমেদ এবং টেকেরহাট শাখার ব্যবস্থাপক।অনুষ্ঠানে টেকেরহাট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি কেরামত ফকিরসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই এটিএম বুথ স্থাপনের ফলে স্থানীয় জনগণের আর্থিক লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে।
ব্যাংক কর্মকর্তারা জানান, এস বি এস সি ব্যাংক ভবিষ্যতেও এধরনের আধুনিক সেবা সম্প্রসারণে কাজ করে যাবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন