প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী বাবার ১৩৫ তম তিরোধান উৎসব

শংকর ঋষি ,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: রনেবনে, জলে জঙ্গে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমিই রক্ষা করিব।বানী চিরন্তন সামনে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঘুঙ্গিয়ার শ্রীশ্রী কালি মন্দির প্রাঙ্গন
পূজা কমিটির অমল চন্দ্র দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমির পালের সঞ্চালনায় ।শ্রীশ্রী লোকনাথ ব্রম্মচারী বাবার ১৩৫ তম তিরোধান উৎসব ১৮ জৈষ্ঠ্য সোমবার ৪ ঘটিকায় শাস্ত্রী ভাগবত ও পবিত্র
গীতা পাঠ করবেন বাসুদেব বাড়ির, জগন্নাথপুরসুনামগঞ্জের তরুণ চক্রবর্তী । ১৯ জৈষ্ঠ্য ১৪৩২ বাংলা ৩ জুন ২০২৫ খ্রিঃ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় শ্রীশ্রী লোকনাথ ব্রম্মচারী বাবার পুজা অর্চনা ও সংকল্পনাদি করান লিটন চক্রবর্তী ও ভানু রঞ্জন চক্রবর্তী ১১ টায় পুষ্পাঞ্জলি অর্পন করা হয়। এতে শাল্লা উপজেলায় শ্রীশ্রী লোকনাথ ব্রম্মচারী বাবার ভক্ত বিন্দ বাবলু সরকার শিবু বনিক প্রেমান্দ্র দাশ সুধাংশু শেখর দাস ধীরাজ সরকার বিশ্ব বনিক প্রসেনজিত দাশ নিরদ দাশ অনু দাশ সমিরন দাশ গোপেন্দ্র দাস রবিন্দ্র দাশ অঞ্জন সূত্রধর জীবন দাশ উপস্থিত ছিলেন। প্রমোখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন