প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় একদিনের ব্যবধানে ৯টি গরু-ছাগল চুরি,চোরের অত্যাচারে দিশেহারা মানুষ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে একদিনের ব্যবধানে ফের দুটি গরু এবং দুটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রঞ্জনিয়া পাকার পাথা মোড়ের মৃত আব্দুস ছামাদের ছেলে কৃষক ডবলু প্রামানিকের বাড়ী থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের মাঝগ্রামের আজিজুল হকের বাড়ী থেকে কোরবানীর গরুসহ দুটি গরু এবং সাতটি ছাগল চুরি হয়ে যায়। কৃষক ডবলু প্রামানিক জানান, শুক্রবার সন্ধ্যায় গরু-ছাগল গোয়াল ঘরে তুলে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাত অনুমান তিনটা নাগাদ ঘুম থেকে ওঠে গোয়াল ঘরের বৈদ্যুতিক ফ্যান বন্ধ করে আবারো ঘুমিয়ে পরেন। ভোর সাড়ে চারটা নাগাদ ঘুম থেকে ওঠে বাহিরে বের হতে চাইলে দেখতে পান বাহির থেকে দরজার শিকল আটকানো রয়েছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় শিকল খুলে বাহিরে বের হন। তিনি জানান,চোরেরা বাড়ীর প্রাচীরের ইট খুলে বাড়ীর মধ্যে প্রবেশ করে। এর পর মেইন গেটের এবং গোয়াল ঘরের দরজার তালা কেটে প্রায় তিন লাখ টাকা দামের দুটি গরু এবং প্রায় ৩০হাজার টাকা দামের দুটি ছাগল চোরেরা চুরি করে নিয়ে গেছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের মাঝগ্রামের আজিজুল হকের বাড়ীর প্রাচীর টপগে বাড়ীতে প্রবেশ করে মেইন গেটের এবং গোয়াল ঘরের তালা কেটে কোরবানীর গরুসহ দুটি গরু এবং সাতটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন