প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর শিবপুরে অপহরণ ও প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার করেছেন পুলিশ

 মোঃ কামাল হোসেন প্রধান , জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে প্রতারনা পূর্বক অপহরণ করিয়া ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি চক্রের তিন সক্রিয় সদস্যকে ছুরি ও চাপাতি সহ আটক করেছেন শিবপুর মডেল থানার পুলিশ। যানা যায় ৩০/০৫/২৫ ইং তারিখ বিকেল ৫ ঘটিকা সময় এলএলবি প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলামকে টিউশনির কথা বলে বন্যার বাজার এলাকায় নিয়ে যায়,সেখান থেকে সাইফুল কে অপহরণ করিয়া গোবিন্দি ও খড়িয়ার মধ্যবর্তী নির্জন স্থান খাল পাড় নিয়া আটক রাখিয়া মারধর করিয়া অপহৃতের মোবাইল দিয়ে তার বাবা ও ভাইয়ের নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে ।ভিক্টিমের বাবার ৯৯৯ কলের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করা সহ ১। ইফতিয়ার (২০)পিতা মনিরুজ্জামান সাং- বাড়ারচর (জিনারদি) ২।সিজান (১৯)পিতা ফারুক চরনগরদি উভয় থানা পলাশ ৩।নাঈম (১৬)পিতা মৃত আঃ মান্নান প্রধান সাং খড়িয়া থানা শিবপুর তাদেরকে ছোড়া, চাপাতিসহ গ্রেফতার করতে সক্ষম হন শিবপুর মডেল থানা পুলিশ । এ বিষয়ে শিবপুর মডেল থানায় মামলা হয়েছে মামলার নং ৩১(০৫)২৫ রুজু করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন