প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারের হেমায়েতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

 মোঃ রুবেল হোসেন, সাভার : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান(বীর উত্তম)এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । শুক্রবার (৩০ মে) সকালে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে মাওলানা শপিং কমপ্লেক্সের সামনে এ দিনটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ৭ নং ওয়ার্ড সভাপতি , বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাকসুর সাবেক ভিপি,সাবেক মন্ত্রী চারবারের এমপি ও আধুনিক কেরানীগঞ্জের রূপকার আলহাজ্ব আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের ধানের শীষের এমপি প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মহিউদ্দিন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান, ঢাকা জেলা বিএনপি যুবদল নেতা রেজাউল করিম জুয়েল ও ঢাকা জেলা বিএনপি যুবদল নেতা মোঃ রাকিব হাসান, রাসেল হাসান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে নেতৃত্ব দিয়েছেন জিয়া পরিবার। যখন ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ দিকবিদিক কোন দিকে যাবে জানে না,২৫ তারিখে হানাদার বাহিনী আক্রমণ। সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্রে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতা আসলো দীর্ঘ নয় মাস আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, শতশত নয় লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও দো’য়া করা হয়। সেই সাথে এদেশের মানুষের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন