প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধা সদর হাসপাতাল থেকে সরকারি ঔষুধ চুরি ও দালাল সিন্ডিকেট এর মাধ্যমে তা পূণরায় রোগীদের মাঝে বিক্রি

 মোঃ জাহিদ হোসেন জিমু : গাইবান্ধা সদর হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতায় প্রতিনিয়ত সরকারি ঔষুধ চুরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঔষুধগুলো সাধারণ রোগীদের জন্য বরাদ্দ, অথচ তা পাচার হয়ে যাচ্ছে অসৎ চক্রের হাতে। এর ফলে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন দরিদ্র ও অসহায় রোগীরা। ৩০/৫/২০২৫ ইং শুক্রবার আনুমানিক বিকাল ৫ টা থেকে ৬ টার সময় সরেজমিনে গিয়ে স্বচক্ষে দেখা হাসপাতালে এসব কুচিত্র। কিছু অসাধু,দালাল, সিন্ডিকেট ব্যবসায়ী হাসপাতালের গরিব অসহায় রোগীদের সরলতার সুযোগ নিয়ে টোকেন এর বিনিময়ে স্বল্পমূল্যে এইসব ঔষধ রোগীদের মাঝে বিক্রি করছে। একদিকে ঔষুধের অভাব, অন্যদিকে দুর্নীতির বেড়াজালে জর্জরিত গাইবান্ধা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। এ যেন মরণ ফাঁদ। এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। গাইবান্ধা বাসির এখন একটাই দাবী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুক।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন