প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়া গাবতলী ৮ নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্দোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়াঃ- (৩০ মে শুক্রবার) বগুড়া গাবতলী পৌর বিএনপির উদ্দোগে ৮নং ওয়ার্ডের( দাঁড়াইল বাজার) তরফসরতাজ কামিল স্নাতক মাদরাসা কেন্দ্রীয় জামে মসজিদে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং তোবারক (মিষ্টি) বিতরন করেন।
পৌর বিএনপির আয়োজনে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে মানবাধিকার বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি। সন্ত্রানিত সদস্য, গাবতলী উপজেলা বিএনপি, সাবেক মেয়র জনাব মোঃ সাইফুল ইসলাম এর দিক নির্দেশনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন পৌর বিএনপির। তারই ধারাবাহিকতায় ৮নং ওয়ার্ড পৌর বিএনপিও আয়োজন করেন দোয়া ও মিলাদ মাহফিল। দোয়া শেষে মুসুল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করেন ওয়ার্ড বিএনপি নেতা কর্মীগণ এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড সভাপতি আব্দুল গফুর শাহ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি আফজল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সহ সভাপতি দুদু, বিএনপি নেতা দুলাল, জেলা ছাত্র দলের সাবেক সহ – সাংগঠনিক আব্দুল গনি, ছাত্র নেতা রকি প্রমূখ সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মী ও মুসুল্লিগণ। এসময় শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবার, বিএনপির পরিবার, দেশের সকল মানুষের জন্য দোয়া করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন