প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ১

 মোঃ বাবুল হক, জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকায় ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি। বৃহস্পতিবার সদর উপজেলার চরবাগডাঙ্গা কাঁটাপাড়া গ্রামে এই যৌথ অভিযানে এসব হেরোইন উদ্বার করা হয়। এসময় নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্বার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা কাঁটাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মো. সাখাওয়াত হোসেন (৩২)। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে জেলা ডিএনসি কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি।  সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি জানায়, গোপন সংবাদের ভিক্তিতে সকালে সাখাওয়াত হোসেনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ির মধ্যে থাকা ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন ও নগদ আড়াই লাখ টাকাসহ সাখাওয়াত হোসেনকে হাতেনাতে আটক করা হয়।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাখাওয়াত হোসেন জানান, একই এলাকার আব্দুল্লাহ ওরফে আব্দুল ও জুয়েল রানার নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় হেরোইন সংগ্রহ করে সারাদেশে পাচার করতো। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন