আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর থানার আয়োজনে এবং অফিসার ইনচার্জ খায়রুল বাশারের সভাপতিত্বে থানা চত্বরে সকালে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি লিয়াকত সালমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোঃ কামরুজ্জামান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার বানী, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। বক্তারা, সুন্দর শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে পুজা উদযাপনের জন্য আহবান জানান।