প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকদ্রব্য (ডিএনসি) অভিযানে ৪ কেজি গাঁজা সহ দুই জন নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ উজ্জল সরকার,গাইবান্ধা জেলা প্রতিনিধি : ‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে ৪ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ (বৃহস্পতিবার, ২৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের একবারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নাটোরের লালপুরের আরামবাড়ীয়া মধ্যপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রেখা বেগম সীমা (৪২) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী আঙ্গুরা খাতুন (৪৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একবারপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় লালমনিরহাট থেকে নাটোরগামী ফতেহ আলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা জব্দসহ ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তারা লালমনিরহাটের সীমান্ত অঞ্চল থেকে গাঁজা বিক্রির জন্য নাটোরে নিয়ে যাচ্ছিলেন। ‎বিক্রির জন্য নাটোরে নিয়ে যাচ্ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপপরিচালক মো. শাহ্-নেওয়াজ বলেন, গ্রেপ্তার ওই দুই নারীর বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ‎

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন