প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় সমাজসেবা অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত হয়

মোঃ মিঠু মিয়া : তারিখ: ২৯ মে ২০২৫ | স্থান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, গাইবান্ধা ।গাইবান্ধা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, পেশাজীবী সংগঠন ও সুধীসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।সেমিনারে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহামুদুন নবী টিটুল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে সমাজসেবামূলক কার্যক্রমে দলমত নির্বিশেষে সকলের সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “সমাজকল্যাণ কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি মানবিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।সেমিনারে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সুবিধাভোগীদের সেবা প্রাপ্তি, এবং স্থানীয় পর্যায়ে সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন