প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়া গাবতলী ৭নং সদর ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে ১২০ কেজি ভিডাব্লিউ চাল বিতরণ

 আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া। (২৯ মে বৃহস্পতিবার) বগুড়া গাবতলী ৭নং সদর ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে ১২০ কেজি ভিডব্লিউবি ( ভিজিডি) কর্মসূচি চাল বিতরণ করেন। ডিজিডি সুবিধাভুগী সবাই সামনে পবিত্র কুরবানী ঈদের আগে এই চাল পেয়ে খুশি। এসময় উপস্থিত ছিলেন ৭নং গাবতলী সদর ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউল হাসান। আফিস সহকারী সবুজ আহমেদ। ৯নং ওয়ার্ড মেম্বার এনামুল হক মজনু। ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম। ৭নং ওয়ার্ড মেম্বার স্বপন প্রামানিক। ৭,৮,৯নং ওয়ার্ড মহিলা মেম্বার মর্জিনা বেগম। গবাতলী সদর ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক এরশাদ সরকার। বিএনপি নেতা আব্দুল্লাহ। উদ্যোক্তা আল আমিন, সিমা সহ গ্রাম পুলিশ শ্রী মোহলাল,শ্রী শতলাল, কুসু সরকার,জুব্বার, আঃ মান্নান, দিলীপ, চঞ্চল, রুনা। ইউনিয়নের সচিবের সাথে কথা বলে তারা জানান কোন ঝামেলা ছাড়া সুষ্ঠু এবং সুন্দরভাবে চাল বিতরণ সম্পন্ন হয়েছে সচিব আরো জনান ১১০ জন ভিজিডি সুবিধাভূগীদের মাঝে আজ ১২০কেজি হারে মোট ১৩২০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন