আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নে অবস্থিত হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে ২০২৫ ইং (বৃহস্পতিবার ) সকাল ১১ টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে স্কুলের শিক্ষকমন্ডলী, প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি ফরহাদুল ইসলাম ফরহাদ ।অভিভাবক সদস্য মোঃ মোহাম্মদ দেলোয়ার হোসেন ,শিক্ষক প্রতিনিধি মোঃ সেলিম মাহমুদ এবং সদস্য সচিব অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম । এডহক কমিটি পরিচিতি সভায় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এস এম শামসুল আলম , ভাওড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্রাট, সহ- সভাপতি মোহাম্মদ ইয়াকুব মিয়া । ভাওড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ ফিরোজ সরকার, মোঃ শফিকুল ইসলাম শ্যামল , মোঃ শহিদুল ইসলাম ,উপদেষ্টা পিএম ফিরোজ , কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়া , ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল হোসেন রিপন , সাবেক যুবদল নেতা এস এম সুমন হোসেন।এই পরিচিতি সভায় আরো উপস্থিত ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন । নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের সার্বিক কর্মকান্ডে বর্তমান কমিটি এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। নবগঠিত কমিটির সভাপতি ভিপি ফরহাদুল ইসলাম ফরহাদ তার বক্তব্যে এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে যারা জমি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এবং সন্তান দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়নে শিক্ষকমন্ডলী, অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, মির্জাপুর উপজেলার সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী যেই উদ্দেশ্যে এবং লক্ষ্য নিয়ে আমাকে অত্র প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আমি যেন এই প্রতিষ্ঠানের উন্নয়নে আমার নেতার লক্ষ্য বাস্তবায়ন করতে পারি সবার কাছে সেই দোয়া এবং সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে খাবার পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।