প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রঘুনাথপুর মোহম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে রাজনৈতিক উত্তেজনা: সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

মোঃ মিঠু মিয়া : গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর মোহম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে রাজনৈতিক সভাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতৃবৃন্দ বিদ্যালয়ের ভেতরে একটি আলোচনা সভার আয়োজন করেন। সভার একপর্যায়ে একজন অংশগ্রহণকারী ‘জয় বাংলা’ স্লোগান দেন, যা আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান হিসেবে পরিচিত।এই ঘটনায় সেখানে উপস্থিত বিএনপি নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা সভাটি বন্ধ করে দেন এবং অভিযোগ রয়েছে, উক্ত স্লোগানদাতাকে বিদ্যালয়ের ভেতর আটকে রাখা হয়।ঘটনাস্থলে দ্রুত সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিকে উদ্ধার করে। ঘটনাটি স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ বিরাজ করছে, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড ও হিংসাত্মক পরিবেশ তৈরি হওয়ায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন