প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

গোদাগাড়ীতে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আটক ২ জন মাদক ব্যবসায়ী

গোদাগাড়ীতে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আটক ২ জন মাদক ব্যবসায়ী।  রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান হিরোইনসহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ইং ১৪/১০/২০২৩ তারিখ বিকাল শনিবারয আনুমানিক ৫ টার দিকে হাবাসপুর গ্রামের ১নং মোঃ তাহাসান আলী এর বসত বাড়ীর সামনে রঘুর মোড় হতে বেলালের মোড়গামী রাস্তা হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ তাহাসান আলী (২৭) পিতা- মোঃ সাজেমান আলী, মাতা- মোসাঃ কুলসুম বেগম, সাং-হাবাসপুর, থানা-গোদাগাড়ী এর কাছে ০১ এক কেজি হেরোইন ও ২। মোঃ মামুনার রশিদ ফিটু (৪৩) পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-দাঁত ঝিকরা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীর এর হেফাজত হইতে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন সর্বমোট ০১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ উদ্ধার করে ডিভি পুলিশ ও তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা করা হয়েছে নং-৩৯ তারিখ-১৪/১০/২০২৩ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ৮ (গ)/৪১ রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করিয়া ২নং আসামী মোঃ মামুনার রশিদ ফিটু এর বিরুদ্ধে ১। পাবনা সদর থানার মামলা নং-৫৫, তারিখ- ২৪/১০/২০২২ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনীর ৮(গ) ২। আরএমপি বোয়ালিয়া মডেল থানার মামলা নং-৪০, তারিখ- ১৩/০১/২০১৯ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনীর ৮(খ) ৩। বগুড়া আদমদীঘি থানার মামলা নং-০৪, তারিখ- ০৯/০২/২০১৫ খ্রিঃ ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) টেবিলের ১(খ) মামলায় এজাহারে অভিযুক্ত আসামী বলে পুলিশ সূত্রে জানা যায়। গোদাগাড়ী রাজশাহী প্রতিনিধি মিনাল ইসলাম ০১৭১২৪৮৩৫৩৪

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন