প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

মোঃ জাহিদ হোসেন জিমু :গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৯ মে বুধবার দুপুর ১২ টায় গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক লক্ষ টাকা করে এফডিআর এর ১৮৮ জন আহতদের মাঝে এই সহায়তা তুলে দেন গাইবান্ধার জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন জুলাই আন্দোলনে আহত সি ক্যাটাগরির ১৮৮ জনের মাঝে এক লাখ টাকা করে মোট ১ কোটি ৮৮ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন