প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এবং কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় অর্ধ দিবস কর্মবিরতি ও কালো ব্যাচ ধারণ

 মোঃ জাহিদ হোসেন জিমু : বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের উদ্যোগে ও কেন্দ্রীয় পরিষদের নির্দেশে গাইবান্ধা নাট্য সংস্থার মঞ্চে কালো ব্যাচ ধারণ করে অর্ধ দিবস কর্ম বিরত পালন করেন তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ। বক্তারা বলেন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের অবগত করছেন, আসন্ন পবিত্র ঈদুল আযহার পূর্বে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করলে সমগ্র বাংলাদেশের এমপিও ভুক্ত কর্মচারীরা কর্মবিরতি সহ কঠোর আন্দোলন গড়ে তুলবে। সভাপতি মোহাম্মদ সুলভ মিয়া খাজা বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ এই আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য আগামী কর্মসূচি কঠোর হবে বলে জানায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন