প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় মিথ্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মিথ্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের হাঁড়িয়াকাহন গ্রামে। জানা যায়, গত ২৪ এপ্রিল(বৃহস্প্রতি বার ) হাঁড়িয়া কাহন গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে মাইমুনা খাতুন (১৪ ) মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।মেয়েটি যথাসময়ে বাড়ি ফিরে না আসায় পরদিন তার বাবা ফিরোজ হোসেন সাঁথিয়া থানায় একটি জিডি করেন।পরবর্তীতে ২ মে ( শনিবার ) সাঁথিয়া থানা হতে প্রাপ্ত মোবাইল কলের মাধ্যমে জানতে পারেন তার মেয়ে সাঁথিয়া থানা পুলিশের কাছে নিরাপদ হেফাজতে আছেন। অতপর তিনি থানায় এসে স্বাক্ষীদের সম্মুখে মেয়েকে নিজের জিম্মায গ্রহন করেন এবং তিনি মুচলেকা প্রদান করেন । তিনি মুচলেকায় উল্লেখ করেন, তার মেয়ে নিজ ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে আসে। তিনি উল্লেখ করেন, তার মেয়ে সাঁথিয়া থানা এলাকায় ঘোরাফেরার সময়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে।তিনি মুচলেকায় আরঔ উল্লেখ করেন, এই বিষয়ে কারো প্রতি তার কোন অভিযোগ নাই। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ব্যক্তির দ্বারা বিভিন্ন প্ররোচনায় প্রলুব্ধ হয়ে, অসৎ উদ্দেশ্যে উক্ত ফিরোজ হোসেন ১৪ মে হাঁড়িয়া কাহন গ্রামের মকবুল হোসেন, তার ছেলে আসাদুজ্জামান আসাদ সহ পাঁচ জনকে আসামী করে পাবনা নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এ বিষয়ে ভুক্তভোগী আসাদের পিতা মকবুল হোসেন বলেন, এই মামলা একটি মিথ্যা মামলা । এর সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। ফিরোজ হোসেন প্রলুব্ধ হয়ে অনৈতিক আর্থিক সুবিধা পাওয়ার আসায়, আমাদের হেনস্থা করার জন্য অসৎ উদ্দেশ্যে আমাদের নামে মামলাটি দায়ের করে । ভুক্তভোগীরা আরও জানান, তারা আমাদেরকে হেনস্থা করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালাইতেছে । এর সুত্র ধরে গত ১৪ মে রাত ১২ টার দিকে ফিরোজ হোসেন নিজের কক্ষের মধ্যে নিজের বিছানায় নিজেই আগুন লাগিয়ে পরদিন আমাদেরকে অভিযুক্ত করে সাঁথিয়া থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন । যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। তারা বলেন, ফিরোজ হোসেনের বাসার গেট টপকিয়ে রুমের মধ্যে প্রবেশ করে সাধারন মানুষের পক্ষে বিছানার উপরে আগুন জ্বালানো সম্ভব নয়। আমাদের কে ফাঁসানোর জন্য সে নিজেই এই কাজ করেছে বলে তারা উল্লেখ করেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন