মো: মিজানুর রহমান , টাঙ্গাইল।: টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় ৩ দিনব্যাপী ভূমিমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে রবিবার সকাল ৯টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গনে শুরু হয়ে ২৭ মে মঙ্গলবার বিকাল ৪ টায় জনসচেতনতা মূলক সভার মধ্য দিয়ে এই মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।মোঃ মাসুদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথির আসন অলংকৃত করে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ভূমি সেবা গ্রহীতা, স্কুল ও কলেজের শিক্ষক,ছাত্রছাত্রী ও সাংবাদিকবৃ্ন্দ। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে ভূমি সেবা সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় । মেলার পুরো সময় ছিল উৎসবমুখর। ভূমি সেবাকে সাধারণ মানুষের কাছে আরও সহজতর করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের এক যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে এই মেলার আয়োজন।এসম্পর্কে মোঃ মাসুদুর রহমান বলেন ,ভূমি মন্ত্রণালয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান। ভূমি সেবা গ্রহণ করা মানুষের নায্য অধিকার। আর এ অধিকার পূরণে মির্জাপুর উপজেলায় আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।আপনারা আমার কাছে আসবেন আর ভুমি সেবা সংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি আমার সাথে কথা বলবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে আমি সব সময় আপনাদের সেবা দিতে প্রস্তুত আছি।বৈধ কাগজপত্র সাথে নিয়ে আসলে দ্রুততম সময়ের মধ্যে আপনারা ভূমি অফিসের পরিসেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।