প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

উন্নয়নের নতুন অধ্যায়: উজগ্ৰাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত

মোঃ মিনারুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: গাবতলী, বগুড়া | ২৭ মে ২০২৫, মঙ্গলবার: গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উজগ্ৰাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এডহক কমিটি) অভিষেক মিটিং অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর কিন্তু গঠনমূলক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাকীব এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু রানী দেবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব মো. মিজানুর রহমান হান্নান। সরকার, জনাব আনিছার রহমান, জনাব মোঃ ফারুক হোসেন ইউপির সদস্য, জনাব মো. মাহমুদুল আলম চৌধুরী, মো: ওবায়দুর রহমান, সহকারী শিক্ষকগণ — অরবিন্দ কুমার চাকী, মো: রেজাউল করিম, মো: আব্দুল হাকিম, জিন্নাত তারজানা হালিম, মো: শাহাদত হোসেন, মোছা: খালেদা পারভিন। এছাড়া বিদ্যালয়ের সহকারী কর্মচারী এবং কর্মীরা—ফনী ভূষণ মজুমদার (অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর), মো: ফজলে রাব্বী (কম্পিউটার ল্যাব অপারেটর), মো: জামিল উদ্দিন (নৈশ্য প্রহরী), মো: আজিজুল ইসলাম (নিরাপত্তাকর্মী), মো: আজমল হাদী (পরিচ্ছন্নতা কর্মী), এবং জরিনা খাতুন (আয়া)– সকলেই উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং ছাত্রীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয় নতুন গতিতে এগিয়ে যাবে এবং শিক্ষার মানে আসবে যুগান্তকারী পরিবর্তন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন