প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরা সদর দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অধীনে দলিল লেখকদের কাজের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকালে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু ও আশাশুনি সাব-রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তী। সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহাবুব উল্লাহ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ ১০১ জন দলিল লেখক প্রশিক্ষণে অংশ নেয়। কর্মশালায় দলিল লিখন, সম্পাদন, শিরোনাম, পক্ষগণের পরিচয়, সম্পত্তি স্বত্বের বর্ণনা, মালিকানার পরিমান, সম্পাদনের তারিখ, সম্পত্তির বর্ণনা ও তফশিল পরিচয়, নকশা, মূল্য সংক্রান্ত তথ্য, কৈফিয়ৎ, প্রত্যয়নসহ দস্তখত, স্বাক্ষী ও শনাক্তকারী, দলিল লেখকদের পরিচয়, হলফনামাসহ তল্লাশ ও পরিদর্শন দলিল গ্রহণ, রশিদ ও দলিল বিতরণ এবং দলিল ফেরত প্রদান ব্যবহারীক সমস্যা ও সমাধান বিষয়ে এবং দলিল লেখকদের আচার, আচরণ, শৃঙ্খলা, কার্য পরিধি ও দায়-দায়িত্ব বিভিন্ন রেকর্ড দলিলের প্রকারভেদ বিষয়ে প্রশিক্ষণ দেন সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন