প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ভরতখালী গরুর হাটে যৌথবাহিনীর অভিযানে ২৫০০০ টাকা জরিমানা

গাইবান্ধা (সাঘাটা) প্রতিনিধিঃ২৭শে মে ২০২৫ইং,রোজঃ মঙ্গলবার, গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলার ভরতখালী গরুর হাটে বিভিন্ন ব্যক্তির অভিযোগ এর প্রেক্ষিতে অভিযান চালান সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ্ তমাল,এসময় আরও উপস্থিত ছিলেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ বাদশা আলম এবং বাংলাদেশ সেনাবাহিনীর গাইবান্ধা জেলার দায়িত্বরত অফিসার । এ সময় হাট ইজারাদার দেরকে হাটের অনুমোদিত টোল আদায়ের রেট হাটের প্রকাশ্য স্থানে টানানোর জন্য বলা হয়।আইন অমান্য করার জন্য ইজারাদারগনকে সতর্ক করা হয়েছে এবং ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।এ সময় সাথে সেনাবাহিনীর সদস্য বৃন্দ,পুলিশ বাহিনির সদস্য উপস্থিত ছিলেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মাদ আল কামাহ তমাল বলেন, আগামীতে কুরবানীর হাটে কোন প্রকার সিন্ডিকেট না করে তার জন্য এমন অভিযান চলবে। সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ বাদশা আলম বলেন,পবিত্র কুরবানির পশুর হাটে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী টহল অব্যহত থাকবে। কোথায় কোন সমস্যা দেখা দিলে বা কোন অভিযোগ পেলে আপনারা আমাদের জানাবেন আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন